নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
| আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৪:১৪ | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৮, ১৪:০৬

নরসিংদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত: ১০জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিহত দুইজনের একজনের নাম আনোয়ারা (৪৫) অপরজনের নাম মোতলিব (৪৫)।

নরসিংদী সদর উপজেলার দুর্গম চর এলাকা করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রামে বৃহস্পতিবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের বাচ্চু মেম্বারের সমর্থকদের সঙ্গে একই গ্রামের আজগর আলীর সমর্থকদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও চলছে।

এ বিরোধ নিয়ে ৬-৭ মাস আগে বাচ্চু মেম্বারের সমর্থক মোঙ্গল মিয়া (৩৩) নামে এক ব্যক্তি খুন হয়। এ ঘটনায় নিহতের ভাই রবিউল্লা বাদী হয়ে আজগর আলীর সমর্থকসহ ৪৩ জনের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর এ মামলার আসামি আজগর আলীর সমর্থকরা বুধবার নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

বিজ্ঞ আদালত ৩০ জনের জামিন মঞ্জুর করেন, বাকি ১৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

দীর্ঘদিন পলাতক ৩০ আসামি জামিন পেয়ে বুধবার রাতে নিজ নিজ বাড়িতে গেলে ক্ষুব্ধ হয়ে উঠেন প্রতিপক্ষ বাচ্চু মেম্বারের সমর্থকরা।

তারা বৃহস্পতিবার সকালে সংঘবদ্ধ হয়ে আজগর আলীর সমর্থকদের বাড়িঘরে টেটা নিয়ে হামলা চালায়।

এতে উভয়পক্ষের অন্তত: ১২ জন টেটাবিদ্ধ হয়। তাদের মধ্যে আনোয়ার আলী (৪৫), রহম আলী (৬৫), শফিক (৪৫), মোতালিব (৪৫), ইমাম আলী (৩৫), কামাল (৪০), আক্কেল আলীকে (৬০) নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তাজরিয়ান আক্তার শিল্পী টেটাবিদ্ধ আনোয়ার আলীকে মৃত ঘোষণা করেন।

টেটাবিদ্ধ হয়ে অপর আহত শফিক (৪৫), মোতালিব (৪৫), কামালকে (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা নেয়ার পথে মোতালিব (৪৫) মারা যায়।

এ ঘটনায় জড়িত থাকায় বাচ্চু মেম্বারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ঢাকাটাইমস/০৪অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :