সুফল পেলে রাতের অফিস নিয়মিত: মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৫:৪৫ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৮, ১৫:৪২
রাত জেগে অফিস করছেন মেয়র খোকন

নগর সেবার কাজ ভাগ করে দিনের বেলায় চাপ কমাতে রাতের অফিসের সুফল পেলে তা নিয়মিত করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার ডিএসসিসি নগর ভবনে রাতভর অফিস করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা মেয়র জানান, এই কার্যক্রমের সফলতা পর্যালোচনা করে রাতের শিফটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

গত রাত ১১ টা থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত নগর ভবনে থেকে পরিচ্ছন্নতাসহ উন্নয়ন কাজ সরাসরি তদারকি করেন মেয়র। পাশাপাশি দাপ্তরিক কাজও পরিচালনা করেন তিনি।

মেয়রের পাশাপাশি সংস্থার বিভিন্ন বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও অফিস করেন। খোকন বলেন, তারা এই সেবা চালু করলে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসবে বলে আশা করছেন তারা। এতে নগরে দিনের বেলার কাজ ভাগাভাগি হলে যানজটও কমবে।

মেয়র খোকন সাংবাদিকদেরকে বলেন, ‘নাইট শিফট স্থায়ীভাবে চালু করা যায় কি না, সেটা চূড়ান্ত করতেই পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।’

আপাতত সপ্তাহে কেবল বৃহস্পতিবার রাতে এই শিফট চালু থাকবে। ইতিবাচক সাড়া পাওয়া গেলে তা দুই দিন করা হবে। এরপর হবে তিন দিন।

মেয়র বলেন, ‘যদি দেখা যায়, এতে নগর সেবার মান বেড়েছে, তাহলে চূড়ান্তভাবে নাইট শিফট চালু করবে ডিএসসিসি। তখন সপ্তাহের প্রত্যেক কর্ম দিবসেই দিনের পাশাপাশি রাতেও ডিএসসিসির অফিস সচল থাকবে।’

এই উদ্যোগ তাৎক্ষণিক সিদ্ধান্তে হয়নি বলেও জানান খোকন। বলেন, ‘সিউল (দক্ষিণ কোরিয়ার রাজধানী) শহরের বিভিন্ন করপোরেশন ও সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান নাইট শিফটে কাজ করে। রাত নয়টা থেকে তাদের শিফট শুরু হয়। সকালে আরেকটি শিফট শুরু হয়। তারা পুরো সময়টাকে ব্যবহার করছে। এর সুফলও মিলছে সেখানে।’

ঢাকা্টাইমস/০৫অক্টোবর/আরকে/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :