‘কোটা বাদ দিয়ে প্রতিবন্ধীদের বিপদে ফেলা হচ্ছে’

ঢাবি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৮, ১৭:৪৭

সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা বাতিলের কঠোর সমালোচনা করেছেন এই ইস্যুতে শাহবাগে অবস্থানরত আন্দো্লনকারীরা। মন্ত্রিপরিষদ সচিবকে বিবেকহীন, মানবতাহীন ও অথর্ব হিসেবে আখ্যা দিয়েছে মুক্তিযোদ্ধা মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন। তিনি বলেন, ‘সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা বাদ দিয়ে তাদের ভবিষ্যৎকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে।’

শুক্রবার বিকালে শাহবাগ মোড়ে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বহালের চলমান আন্দোলনের সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধীরা যুক্ত হলে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিবন্ধীদের উদ্দেশ্যে অধ্যাপক জামাল বলেন, 'আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, আমরা সবাই আপনাদের পাশে আছি।’

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না এমন হুঁশিয়ারি দিয়ে প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আলী হোসাইন বলেন, ‘আমরা সবাই কোনো না কোনোভাবে অসুস্থ। তারপরও আমাদের রাস্তায় নামতে হলো'। তিনি বলেন, ‘৫ শতাংশ কোটার অধিকার নিয়েই বাড়ি ফিরতে চাই। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া অন্য কারো আশ্বাসে রাজপথ ছাড়া হবে না।’

এর আগে শুক্রবার সকালে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে একদল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়। এ সময় প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণে পৃথক একটি মন্ত্রণালয়েরও দাবি জানান তারা।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এনএইচএস/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :