এপিএলে খেলা হচ্ছে না সৌম্য-মিঠুনের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৮:৫২ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৮, ১৮:৫১

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) জন্য তৈরি হচ্ছিলেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। আজ সে উদ্দেশ্যে দুবাইয়ের পথে রওয়ানাও দেয়ার কথা ছিল দুজনের। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ায় তাদের দৃষ্টি এখন জাতীয় লিগে।

দুবাইয়ের উদ্দেশ্যে আজ বিকালেই বিমানে ওঠার কথা ছিল তাদের। দুজনেরই এপিএলের দল কান্দাহার নাইটসের হয়ে খেলার কথা ছিল। কিন্তু বিসিবি এনওসি না দেয়ায় শেষ পর্যন্ত তাদের খেলা হচ্ছে না।

জাতীয় লিগের প্রথম পর্বের ম্যাচ খেলে আজ ঢাকায় আসেন সৌম্য। আর এশিয়া কাপ শেষে মিঠুন ছিলেন বিশ্রামে। আজ বিকেল পাঁচটার ফ্লাইটে তাদের যাওয়ার কথা ছিল দুবাইয়ে। কান্দাহারের সঙ্গে দুজনেরই ২০ হাজার ডলারের চুক্তি ছিল। এপিএলের এনওসি না পাওয়ায় কাল দুজনই জাতীয় লিগ খেলতে খুলনা যাবেন। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের পর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তারপর আবার ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর। তাই ব্যস্ত সূচির কথা মাথায় রেখে তাদের এনওসি দেয়া হয়নি বলে জানান বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বলেছেন, ‘জাতীয় দলের এখন ব্যস্ত সূচি। সামনে দুটি হোম সিরিজ। এই বিষয়টি মাথায় রেখে আমরা তাদের দুজনকে এনওসি দিচ্ছি না।’

সৌম্য-মিঠুনকে দেয়া না হলেও তাসকিনকে এনওসি দেয়া হয়েছে। এর ব্যাখ্যায় আকরাম খান বলেন, ‘তাসকিন ফাস্ট বোলার। সে দীর্ঘদিন চোটে ভুগেছে। যেহেতু সে মাত্রই চোট থেকে ফিরেছে তাই দেখতে চাই ওখানে ও কেমন করে। হয়তো দু-এক ম্যাচ খেলে তাকেও ফিরে আসতে হতে পারে।’

উল্লেখ্য, শারজায় এপিএল শুরু হচ্ছে আজ থেকেই। এই আসরের ফাইনাল হবে আগামী ২১ অক্টোবর।

(ঢাকটাইমস/৫ অক্টোবর/জেডআই)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :