সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়বেন হুসাইন

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৮, ২১:৪১
উস্তাদের সঙ্গে হাফেজ হুসাইন

সৌদি আরবে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করতে গেছেন হাফেজ হুসাইন আহমাদ। তিনি যাত্রাবাড়ী মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র।

মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ কারি নেছার আহমাদ আন নাছিরী হুসাইনকে নিয়ে গত বুধবার রাতে সৌদি আরবে যান।

হাফেজ হুসাইন সৌদি আরবের মক্কায় ও মদিনায় অনুষ্ঠিতব্য কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়বেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাফেজ কারি নেছার আহমাদ আন নাছিরী।

যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকার এই হিফজুল কোরআন মাদ্রাসাটি আন্তর্জাতিক মানসম্পন্ন। এখানকার ছাত্ররা ইতোমধ্যে সৌদি আরবে সাতবার, মিসরে তিনবার, আলজেরিয়ায় দুইবার, লিবিয়ায় একবার, ইরানে পাঁচবার, কুয়েতে দুইবার, কাতারে একবার, গাম্বিয়ায় একবার, বাহরাইনে দুইবার, দুবাইয়ে তিনবার ও জর্দানে ছয়বার বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে।

এ ছাড়া জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :