ভারতে স্মার্ট টিভি বানাচ্ছে শাওমি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৮, ১৬:১৩

চীনের রাইজিং স্টার শাওমি ভারতে স্মার্ট টিভি তৈরির কারখানা খুলেছে। এই কারখানায় ইতোমধ্যে টিভির উৎপাদন শুরু হয়েছে। সাশ্রয়ী দামে মিলছে এই টিভি। এর আগে শাওমি ভারতের স্মার্টফোনের কারখানা চালু করে।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ভারতে শাওমির স্মার্ট টিভির উৎপাদন শুরু হয়েছে।

নয়ডার ডিক্সন টেকনোলজিসের সঙ্গে একজোট হয়েছে শাওমি এই কারখানা চালু করেছে।

মি টিভি নামে ভারতের বাজারে শাওমির টিভি পাওয়া যাবে।

অন্ধ্রপ্রদেশের তিরুপতির কারখানা থেকে তৈরী হবে কোম্পানির স্মার্টটিভিগুলি। বৃহস্পতিবার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই কারখানা উদ্বোধন করেন।

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে ৩২ একর জায়গার উপরে এই কারখানায় ৮৫০ জন কর্মী কোম্পানির স্মার্ট টিভি তৈরি করছেন।

এই কারখানায় মাসে এক লাখ টিভি তৈরি হবে। ২০১৯ সালে এই কারখানায় পূর্ণ শক্তিতে কাজ শুরু করবে।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :