সুজুকির নতুন অফরোড বাইক

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৮, ১৬:৪৮

নতুন দুই অফরোড বাইক আনলো সুজুকি। মডেল সুজুকি আরএম-জেড২৫০ এবং আরএম-জেড৪৫০। আরএম মূলত সুজুকির জনপ্রিয় স্পোর্টস সিরিজ। বাইকগুলোর দাম বেশ চড়া।

ভারতে সুজুকি আরএম-জেড২৫০ মডেলের বাইকটি বিক্রি হচ্ছে সোয়া সাত লাখ রুপিতে। আরএম-জেড৪৫০ বিক্রি হচ্ছে আট লাখ ৩১ হাজার রুপিতে।

দুটো বাইকই অফরোডিং এর জন্য ডিজাইন করেছে জাপানি কোম্পানিটি। এই বাইক দুটি পৃথিবীর অনেক দেশেই শহরে চালানো বৈআইনি।

সুজুকি আরএম-জেড৪৫০ মডেলে রয়েছে ৪৪৯ সিসির ইঞ্জিন। এই বাইকে থাকছে কোম্পানির নিজস্ব অ্যাসিস্ট কন্ট্রোল। এছাড়াও অফরোডিং এর জন্য একাধিক লেটেস্ট টেকনোলজি থাকবে এই বাইকে।

অন্যদিকে সুজুকি আরএম-জেড২৫০ এ রয়েছে ২৪৯ সিসির ইঞ্জিন। এতে রয়েছে অ্যালুমিনিয়াম রিম। পাথুরে রাস্তায় চলার জন্য বিশেষভাবে ডিজাইন হয়েছে এই চাকা। বাইকটির ওজন মাত্র ১০৬ কিলোগ্রাম।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা