দৌলতপুর সীমান্তে বিজিবি সদস্য গুলিবিদ্ধ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৮, ১৭:২২
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন জয়পুর এলাকায় সাফায়েত হোসেন (৪৫) নামে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। চোরাকারবারিরা এ গুলি ছোড়ে।

শুক্রবার রাত দেড়টার দিকে বিজিবি সদস্যরা সীমান্ত সংলগ্ন জয়পুর মাঠে টহল দেয়ার সময় এ ঘটনা ঘটে।

আহত সাফায়েত হোসেন বিজিবি ৪৭-ব্যাটালিয়ানের অধীন জয়পুর ক্যাম্পের নায়েক সুবেদার।

বিজিবি ও পুলিশ জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে বিজিবি জয়পুর ক্যাম্পের সদস্যরা সীমান্ত সংলগ্ন জয়পুর মাঠে টহল দিচ্ছিল। এ সময় ঐ স্থানে একদল চোরাচালানিদের প্রতিরোধ করার চেষ্টা করলে চোরাচালানিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। বিজিবিও পাল্টা ৪ রাউন্ড গুলি বর্ষণ করে। গুলি চলাকালে বিজিবি সদস্য সাফায়েত হোসেনের পায়ে গুলি লাগে। তবে, চোরাচালানীদের হতাহতের খবর পাওয়া যায়নি। বিজিবি সদস্য সাফায়েত হোসেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, এ ব্যাপারে বিজিবি মামলা করেছে। চোরাকারবারিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।

ঢাকাটাইমস/০৬অক্টোবর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :