ইসিইবি'র ডিজিটাল মার্কেটিং কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৮, ১৭:৩১

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল মার্কেটিং ছাড়া ব্যবসায় সম্প্রসারণ প্রায় অসম্ভব। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ডিজিটাল মার্কেটিংয়ে বিপুল পরিমান অর্থ ব্যয় করছে। তবে ছোটখাট প্রতিষ্ঠান এবং নতুন উদ্যোক্তারা অর্থের জন্য ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নিয়োগ দিতে পারে না, ফলে অনেকাংশে পিছিয়ে পরে।

ডিজিটাল মার্কেটিংয়ের পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে শুক্রবার ঢাকায় হয়ে গেল ‘ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ’।

ওয়ার্কশপটির আয়োজক ই-কমার্স এন্টাপ্রেনারস অব বাংলাদেশ'র (ইসিইবি)।

ইসিইবি'র সভাপতি রায়হানা খানের সভাপতিত্বে এই ওয়ার্কশপে প্যানেল আলোচনা এবং কি-নোট স্পিকারদের বিভিন্ন সেশন আয়োজন করা হয়।

এতে বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেন ইসিইবি'র সাধারণ সম্পাদক এবং পুঁজি কম'র সার্টিফাইড পারসোনাল ট্রেইনার মোহাম্মদ আবু জোবায়ের মল্লিক।

ডিজিটাল মার্কেটিংয়ের নানা দিক নিয়ে আলোচনা করেন, শাওমি বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন সেলস ম্যানেজার রুহুল কে. সাগর।

অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা করেন, ডিজিটাল টপ লিমিটেড এর ফাউন্ডার এবং সিইও জাহিদ ইসলাম এবং ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করেন, ইম্পোর্টস ইম্পায়ার এর কর্ণধার সামি সিদ্দিকী। আলোচনাটি সঞ্চালন করেন, ইসিইবি'র সাংগঠনিক সম্পাদক, ফারজুল ইসলাম।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :