গাজীপুরে স্মারক ভাস্কর্য ‘অনুপ্রেরণা ১৯’ উন্মোচন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৮, ২০:৩০

১৯৭১ সালের ১৯ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গাজীপুরে শুরু হয়েছিল প্রথম সশস্ত্র প্রতিরোধ। এদিন নিহত হয়েছিলেন হুরমত, নেয়ামতসহ অনেকে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের সেই দিনগুলিতে শ্লোগান ওঠেছিল জয়দেবপুরের পথ ধর বাংলাদেশ স্বাধীন কর। অগ্নিঝড়া সেই ১৯ মার্চের স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে গাজীপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে ভাস্কর্য “অনুপ্রেরণা ১৯”।

শনিবার বিকালে এ ভাস্কর্যটি উম্মোচন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

এ সময় আরো উপিস্থত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এম শফিউল্লাহ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়ল জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।

ঢাকাটাইমস/০৬অক্টোবর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :