যমুনার ক্রসবার-৩ বাঁধে একশ মিটার ধস

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৮, ১৬:৫৬

সিরাজগঞ্জে যমুনা নদীর ক্রসবার-৩ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। নির্মাণের সোয়া এক বছরের মাথায় মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ধসে গেছে।

রবিবার সকাল ১০টা থেকে যমুনার ক্রসবার বাঁধ-৩ এর দক্ষিণ প্রান্তে ভাঙন শুরু হয়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার জানান, যমুনার পানি কমতে থাকায় বাঁধের নিচের অংশ থেকে মাটি সরে যাচ্ছে। এ কারণে ভাঙন শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঁধের ১০০ মিটার অংশ ভেঙে গেছে।

দুপুর ২টার সময় ভাঙনে ঘটনায় পানি উন্নয়ন বোর্ড বগুড়া জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম পরিদর্শন করেন।

এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ভাঙনরোধে এরইমধ্যে জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। পানি কমে গেলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনরায় সংস্কার করা হবে।

সিরাজগঞ্জ শহর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড শহরের ৪টি পয়েন্টে ক্রস বাঁধ নির্মাণ করে। ৮০ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ ক্রসবাঁধ-৩ (১৭৮২ মিটার) নির্মাণ করা হয়। ২০১৭ সালের জুনে বাঁধের নির্মাণ কাজ শেষ হয়।

ঢাকাটাইমস/০৭অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :