‘শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৮, ১৮:০৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ।

শনিবার রাতে বেসকারি টেলিভিশন চ্যানেল আইয়ের টক শো ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না এটা নিয়ে একটা শঙ্কা রয়েছে। তারপরও রাজনীতিবিদেরা বলছেন, বিএনপি নির্বাচনে আসবে। আমারও এমটাই মনে হচ্ছে। কারণ ২০১৪ সালের মতো ভুল করবে না বা আওয়ামী লীগকে ওয়াকওভার দেবে না।’

‘কিন্তু এর মধ্যে একটা সমস্যা হলো বিএনপি নেতৃত্বশূন্য। তবে সব শঙ্কা মিটিয়ে বিএনপি নির্বাচনে আসবে।’

বর্তমানে রাজনীতিতে একটা ক্রান্তিকাল চলছে, আর সেটা নির্বাচনের আগে বেশি করে দেখা দেবে বলে মনে করেন এই লেখক ও গবেষক। বলেন, ‘আমরা সবসময়ই একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু নির্বাচন সামনে বলে আমাদের এখন ক্রান্তিকাল বেড়েছে। সামনের দিনগুলোতে এই অনিশ্চয়তা ও শঙ্কা আরও অনেক বেড়ে যাবে। এখনই যেভাবে রাজনৈতিক দলগুলো পরস্পকে যে সব কথার মাধ্যমে আস্ফালন করছে তাতে কিন্তু মানুষ আরও বেশি শঙ্কা দেখছে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি ক্ষমতায় এলে সেই চাবিটা আর ছাড়তে চায় না উল্লেখ করে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘একবার যদি ক্ষমতার চাবিটা হাতে আসে সেটা আর ছাড়তে চান না। কারণ এখন একজন সাধারণ সাংসদেরও অনেক ক্ষমতা। এটা এখন এমন অবস্থায় গেছে, এক কথায় বলতে গেলে সাংসদ হতে পারলেই বিশাল ক্ষমতা। এই ক্ষমতাটার যে একটা মোহ এর ফলে সবাই এটাকে ধরে রাখতে চায়।’

‘যার কারণে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে হারতে না চাওয়ার যে চর্চা সেটা বেড়ে গেছে। ক্ষমতা ছাড়তে না চাওয়ার মানসিকতা আগেও ছিল, তবে ইদানীং এই চর্চাটা খুব বেশি হচ্ছে। শুরুর দিকে এমন ছিল না। একটা সময় রাজনীতিবিদেরা নিঃস্বার্থ জনসেবাটাই করতেন। নির্বাচনে হারলেও তারা সেটা মেনে নিতেন।’

এখন নমিনেশন কেনাবেচা হয় যার কারণে রাজনীতিতে ভালো লোকের আগমন কমে গেছে বলে মনে করেন এই লেখক ও গবেষক। বলেন, ‘এখন অনেক টাকায় নমিনেশন কেনাবেচা হয়, যার কারণে ভালো ব্যক্তি রাজনীতিতে আসতে চায় না বা আসে না। কারণ তাদের কাছে তেমন টাকাও নেই, তাছাড়া তারা এমন পরিবেশে নিজে থেকেই আসতে রাজি নন।’

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির বক্তৃতার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘রাষ্ট্রপতি সমাবর্তনে রাজনীতি নিয়ে অনেক চমৎকার ইঙ্গিত দিয়েছেন। রাষ্ট্রপতির সাথে একমত হয়ে আমিও বলব রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। আর যারা রাজনীতিবিদ হবেন তাদের ছাত্রজীবন থেকেই রাজনীতি করে আসতে হবে।’

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :