বাল্যবিয়ে দেয়ার চেষ্টায় পিতার কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৮, ২০:১৭

কুষ্টিয়ার দৌলতপুরে বাল্যবিয়ে দেয়ার চেষ্টায় সাহাব উদ্দিন নামে মেয়ের পিতার কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ২টার দিকে এ কারাদণ্ড দেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মথুরাপুর গ্রামের সাহাব উদ্দিন তার কিশোরী মেয়ে সম্পা খাতুন (১৫)-এর জন্ম নিবন্ধন জাল করে বিয়ে দিচ্ছিলেন।

বাল্যবিয়ের খবর পেয়ে দৌলতপুর মহিলাবিষয়ক কর্মকর্তা রুবি আক্তারের নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন এবং মেয়ের পিতা সাহাব উদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য প্রমাণেরভিত্তিতে সাহাব উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :