বরিশাল বিভাগে ১৭০০ মণ্ডপে হবে দুর্গাপূজা

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৮, ২০:১৮

দেশের দক্ষিণাঞ্চল বরিশাল বিভাগে এবার প্রায় ১৭০০ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

রবিবার দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিজিএফআই বরিশালের কর্নেল জি এম শরিফুল ইসলাম, পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, র‌্যাব-৮ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিক ইসলাম, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জি কুণ্ডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু প্রমুখ।

সভা সূত্রে জানা যায়, বরিশাল রেঞ্জের আওতায় এবার ১৬৮৪ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৫৬৩টি, পটুয়াখালী জেলায় ১৭২টি, ভোলা জেলায় ১০৫টি, বরগুনা জেলায় ১৫১টি, পিরোজপুর জেলায় ১০৮টি এবং ঝালকাঠি জেলায় ১৮৫টি।

পূজা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয়, পূজা কমিটির করণীয়, পূজা শেষে প্রতিমা বিসর্জন ও পূজা পরবর্তী নিরাপত্তাব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর করণীয় এবং পূজা কমিটির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :