বাগেরহাটে আগুনে পুড়ল পাঁচ দোকান

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১১:৫৪ | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৮, ১০:৩৮
ফাইল ছবি

বাগেরহাট শহরের মূল সড়কে আগুনে পাঁচটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত দোকানিরা দাবি করেছেন।

রবিবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো শ্যামল সাহার মাতৃভান্ডার, নকুল সাহার নকুল স্টোর, মিল্টন সাহার বিমল স্টোর, ইদ্রিস শেখের ইদ্রিস স্টোর এবং সুমন সমাদ্দারের ফিস ফিডের দোকান।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বলেন, রাত দেড়টার দিকে শহরের মূল সড়কে অবস্থিত শ্যামল সাহার মাতৃভান্ডারে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে থাকা চারটি মুদি এবং একটি মাছ ও পশু খাদ্যের দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই এসব দোকানে থাকা মালামাল পুড়ে যায়।

শ্যামল সাহার দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত শ্যামল সাহা সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মতো রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। রাত দেড়টার দিকে বাজারের বাসিন্দারা আমার দোকানে আগুন জ্বলতে দেখে আমাকে খবর দেয়। পরে সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। আগুনে আমার মুদি দোকানে কয়েক লাখ টাকার নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও তিনটি মুদি দোকান এবং একটি মাছ ও পশু খাদ্যের দোকান পুড়ে গেছে।

ঢাকাটাইমস/৮অক্টোবর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

এই বিভাগের সব খবর

শিরোনাম :