‘পারমাণবিক সাইট পরিদর্শনের অনুমতি দিতে প্রস্তুত কিম’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৪:৪৭ | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৮, ১৩:৫৬

উত্তর কোরীয় নেতা কিম জং উন দেশটির পারমাণবিক ও ক্ষেপনাস্ত্র সাইট আন্তর্জাতিক পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোমবার সাংবাদিকদের এমন কথা জানান পম্পেও।

ঝটিকা সফরে পিয়ংইয়ংয়ে গিয়ে রবিবার কিমের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তারপরই সোমবার তিনি জানান, বিদেশি পরিদর্শকরা খুব দ্রুত উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা এবং পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পুঙ্গে-রি পরিদর্শন করতে পারবেন। দুই পক্ষ এ বিষয়ে একমত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টে দ্বিতীয় বৈঠকের প্রস্তুতি অনেকটা এগিয়ে গিয়েছে বলেও জানান পম্পেও। দ্বিতীয় বৈঠকের আলোচনার বিষয়বস্তুও অনেকটা চূড়ান্ত হয়েছে। গত মাসে এক চিঠিতে ট্রাম্পের সঙ্গে ফের বৈঠকের প্রস্তাব দেন কিম।

গত জুনে প্রথমবারের মত সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে মিলিত হন ট্রাম্প ও কিম। এরআগে একে অপরের প্রতি কর্কশ মন্তব্যে লিপ্ত থাকলেও বৈঠকে তার কোনো প্রভাব পড়েনি। সেই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণের ঘোষণা দেয় উত্তর কোরিয়া।

তারপর থেকে স্মরণকালের সবচেয়ে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। তবে এখনো উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠায়নি যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঢাকাটাইমস/০৮অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

যে কারণে ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

মধ্যপ্রাচ্যে বৈরী আবহাওয়া: আকস্মিক বন্যার পেছনে আছে কৃত্রিম বৃষ্টিপাতেরও ভূমিকা

তিন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর, পাল্টা হামলা হিজবুল্লার

শিগগির পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

এই বিভাগের সব খবর

শিরোনাম :