সোনার ব্যবহারে শীর্ষে চীন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৮, ১৫:০৪

সোনার গয়না কেনা যেমন একটা লাভজনক অভ্যাস, তেমনই কোনও কোনও ক্ষেত্রে হয়তো এটা নেশাও। উপহারেও সোনার গয়না দিতে পছন্দ করেন অনেকে। শুধু সোনার গয়না কেনার জন্য উৎসবও হয় কোথাও কোথাও। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সোনার গয়না কেনে বেশ কয়েকটি দেশ। জেনে নেয়া যাক সেই দেশগুলো সম্পর্কে।

চীন: সোনার গয়না কেনাকাটিতে শীর্ষে রয়েছে চীন। মোট ৬১২.৫ মেট্রিক টন সোনার গয়না রয়েছে এই দেশের নাগরিকদের কাছে। ২০২৫ সালে গ্লোবাল লাক্সারি মার্কেটের প্রায় ৪৪ শতাংশই চীনের দখলে থাকার কথা, বলছে মার্কিন ম্যানেজমেন্ট সংস্থা ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি।

ভারত: ৪৬৩.২ মেট্রিক টন সোনার গয়না রয়েছে ভারতে। দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে দেবতাকে সোনা দান করা হয়, দীপাবলি উৎসবের সময়ে ধনতেরাসেও রয়েছে সোনার গয়না কেনার চল। বিবাহের অনুষ্ঠানেও সোনার গয়না পরার রীতি রয়েছে।

যুক্তরাষ্ট্র: এই রাষ্ট্রের নাগরিকদের মধ্যেও রয়েছে গয়নার বিপুল চাহিদা। মোট ১৩৮.২ মেট্রিক টন সোনার গয়না রয়েছে আমেরিকার নাগরিকদের কাছে।

সংযুক্ত আরব আমিরাত: শুধুমাত্র দুবাইয়ে ৩০০টি সোনার গয়নার দোকান রয়েছে। ৪৬.২ মেট্রিক টন সোনার গয়না রয়েছে আরব আমিরাতের নাগরিকদের কাছে। তবে চাহিদা বেড়ে চলেছে প্রতি মুহূর্তে, এমনটাই বলছে ইতালির ট্রেড কমিশনের সমীক্ষা।

ইরান: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, ইরানে সোনা কেনার চাহিদা শেষ চার বছরে ২৭ শতাংশ বেড়ে গেছে। মোট ৩৯.৭ মেট্রিক টন গয়না রয়েছে ইরানের নাগরিকদের কাছে।

তুরস্ক: ৩৯.৭ মেট্রিক টন সোনা রয়েছে তুরস্কের নাগরিকদের কাছেও। ১৯৯৫ সালে এই দেশে মেটাল মার্কেট তৈরি হওয়ার পর চাহিদা তৈরি হয় নাগরিকদের মধ্যে। বেশিরভাগ সোনাই গচ্ছিত আছে দেশের কেন্দ্রীয় ব্যাংকে।

সৌদি আরব: ৩৮.১ মেট্রিক টন সোনার গয়না রয়েছে সৌদির নাগরিকদের কাছে। সোনার বারের তুলনায় গয়নাই তাদের বেশি পছন্দ।

ইন্দোনেশিয়া: পৃথিবীর অন্যতম বড় সোনার খনি থাকবে, আর সোনার গয়না কেনার ইচ্ছা থাকবে না, তা কখনও হয়? ইন্দোনেশিয়ার নাগরিকদের কাছেও রয়েছে ৩৪.২ মেট্রিক টন সোনা।

রাশিয়া: গত কয়েক বছরে রুশ সেন্ট্রাল ব্যাংকে হলুদ ধাতুটির তৈরি গয়না কম কিছু জমা পড়েনি। ২০১৬ সালেই ৩০.২ মেট্রিক টন সোনা ছিল রুশ নাগরিকদের কাছে, এমনটাই জানানো হয়েছিল ব্যাংকের তরফ থেকে।

মিশর: ১৩০০ খ্রিস্টপূর্বাব্দের প্যাপিরাসের তৈরি মানচিত্রেও রয়েছে সোনার গয়না মজুত থাকার কথা। মিশরের নাগরিকদের কাছে সব মিলিয়ে ২৭.৫ মেট্রিক টন সোনা রয়েছে।

সূত্র: আনন্দবাজার

(ঢাকাটাইমস/৮অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :