মহাকাশে বিলীন হচ্ছে ভয়েজার টু

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৮, ১৬:০৯

১৯৭৭ থেকে ২০১৮। কাজ শেষ করে এবার মহাকাশেই বিলীন হয়ে যাচ্ছে নাসার দ্বিতীয় মহাকাশযান ভয়েজার ২। এমনটাই একটি বিবৃতিতে জানিয়েছে নাসা।

এই মুহূর্তে পৃথিবী থেকে ১৭.‌৭ বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে ভয়েজার ২। আরও সহজ করে বললে, পৃথিবী আর সূর্যের মধ্যে যে দূরত্ব, এই মুহূর্তে পৃথিবী ও ভয়েজারের মধ্যে দূরত্ব তার ১১৮ গুণ।

ভয়েজার ২ একমাত্র মহাকাশযান যা বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের মাটিতে পা রেখেছিল।

বৃহস্পতিতে ভয়েজার নেমেছিল ১৯৭৯ সালে। শনিতে ১৯৮১ সালে, ১৯৮৩ সালে ইউরেনাসে এবং ১৯৮৯ সালে নেপচুনে গিয়েছিল ভয়জার।

নাসার পক্ষে ভয়জার প্রকল্পের বিজ্ঞানী এড স্টোন বলেন, ‘‌ভয়জার ২–এর আয়ু শেষ হয়ে আসছে। আমরা ওর দিকে নজর রেখেছিলাম। দীর্ঘদিন ধরে ভয়জার অক্লান্তভাবে নাসাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের জোগান দিয়ে গিয়েছে। মহাকাশ গবেষণার ইতিহাসে ভয়জার ২–এর নাম উজ্জ্বল হয়ে থাকবে।’‌

জানা গেছে, নির্ধারিত সময়ের থেকে বেশি সময় ধরে কাজ করে গেছে ভয়জার ২। সময়ের থেকেও বেশি কাজ করে যে অবশেষে তার কর্মক্ষমতা ফুরিয়ে আসছে, সেটা বিজ্ঞানীরা বুঝতে পারেন চলতি বছরের আগস্টের শুরুতে।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :