ফরিদপুরে শিক্ষক দিবসে নানা আয়োজন

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৮, ১৯:৪৩

ফরিদপুরে শিক্ষক দিবস পালনে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও গুণী শিক্ষক সম্মাননা প্রদান করেছে এনজিও সংস্থা রানিস।

সোমবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাসিন ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং সিএসইএফের সহযোগিতায় সভা হয়।

সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ হিরকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এসময় তিনি বলেন, শিক্ষকতা একটি নোবেল ওয়ার্ক। এটাকে পেশা হিসেবে বিবেচনা করা অনুচিত। শিক্ষকদের সম্মান সবার উপরে। তাই শিক্ষকদের জন্য আলাদা কমিশন হওয়া উচিত।

অনুষ্ঠানে ‘শিক্ষার অধিকার নিশ্চিতে চাই যোগ্য শিক্ষক’ এ প্রতিপাদ্যকে নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হয়। পরে অতিথিরা প্রবীণ শিক্ষক মুন্সী আ. লতিফকে (আপন স্যার) ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সন্মাননা জানান।

রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তার সঞ্চালনায় সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোশার্রফ আলী, সরকারি ইয়াছিন কলেজ অধ্যক্ষ শীলা রানী মণ্ডল, জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মণ্ডল, ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস, ঈশান ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক একেএম ইউসূফ আলী, মহিম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সরদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মনিরুল ইসলাম, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, বিএফএফ নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, পিডাব্লিওর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান মণ্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এনজিও প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/এসবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :