নেত্রকোণায় কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২১:০৬ | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৮, ২০:৫২

নেত্রকোণায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট-মিছিল হয়েছে।

সোমবার নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এই কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অংশ নেন।

বেলা ১১টা থেকে দুপুর ১টা নাগাদ অবস্থান ধর্মঘট পালন করার সময় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা মো. শামছুজ্জোহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমীন, আটপাড়া উপজেলা চেযারম্যান ও মুক্তিযোদ্ধার সন্তান খায়রুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খায়রুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক গাজী কামালসহ অন্যরা।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ডাকে জীবনবাজি রেখে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ রাষ্ট্র গঠন করেছেন। মুক্তিযুদ্ধের এই দেশে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্যে রাখা কোটা বাতিল চলবে না। অবিলম্বে এই কোটা পুনর্বহাল করতে হবে।

পরে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :