কুষ্টিয়ায় পিতা-পুত্রসহ তিনজনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৮, ২১:০৭

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক ভ্রাম্যমাণ আদালতে পিতা-পুত্রসহ তিনজনের কারাদণ্ড ও এক কিশোরীকে সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার দুপুরে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।

এরা হলেন- বাল্য বিবাহের অভিযোগে উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মিনাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মিনাজুল ইসলাম ও তার ছেলে রকি মিরপুর উপজেলার কাতলামারী গ্রামের রুহুল আমীনের ছেলে বাবুল খন্দকার। সেই সাথে বিয়ের দাবিতে অবস্থান নেয়া এক কিশোরীকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, বাল্য বিবাহের অভিযোগে উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মিনাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মিনাজুল ইসলাম ও তার ছেলে রকি আটক করা হয়। সেই সাথে ওই বাড়িতে বিয়ের দাবিতে অবস্থানকরা কল্যাণপুর গ্রামের আলাউদ্দিন মালিথার মেয়েকে আটক করা হয়।

সরকারি আদেশ অমান্য করার অপরাধে ছেলে রকিকে ১ মাসের বাবা মিনাজুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে কিশোরীকে কুষ্টিয়া শেখ রাসেল সংশোধনাগারে প্রেরণ করেন। তার বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত সংশোধনাগারে রাখার আদেশ দেয়া হয়।

অপরদিকে একই আদালত দৌলতপুর থেকে আটক মিরপুর উপজেলার কাতলামারী গ্রামের রুহুল আমীনের ছেলে বাবুল খন্দকারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :