মাদকের কারবার ছেড়ে মাঠে কাজ করার শপথ

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৮, ২২:৫৪

যশোরের বেনাপোলে সুস্থ জীবনের লক্ষ্যে মাদক ছেড়ে মাঠে কাজ করার শপথ নিয়েছেন মাদক কারবারে জড়িতরা।

সোমবার বিকালে বেনাপোল পোর্ট থানার বারোপোতা মাদ্রাসা মাঠে মাদক ও বাল্যবিবাহ বিরোধী এক সমাবেশ এ শপথ নেন তারা।

সমাবেশে বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম সবাইকে মাদক ছাড়ার আহ্বান জানান। এতে সাড়া দিয়ে মাদক ছাড়ার শপথ নেন এর সঙ্গে জড়িত অনেকেই।

পুটখালি ইউনিয়ন চেয়ারম্যান মো. হাদিউজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিলন,সাবেক ইউপি চেয়্রাম্যান আব্দুল গফ্ফার সর্দার, আব্দুস সাত্তার, ওসি তদন্ত আলমগীর হোসেন প্রমুখ।

মাদকের সাথে স্থানীয় যে সব রাঘব বোয়ালরা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয় সমাবেশ থেকে।

এ সময় কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে আয়োজিত সমাবেশে পুটখালি সীমান্ত থেকে মাদক চোরাচালানীদের নির্মূল করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনসাধারণ একযোগে কাজ করার শপথ নেন।

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :