আবারও বিপিএল নিয়ে অনিশ্চয়তা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৪:০৫ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৮, ১৩:৫৬

আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। কয়দিন আগেই জাতীয় সংসদ নির্বাচনের কারণে জানুয়ারীতে পিছিয়ে দেওয়া হয়েছিল বিপিএল। এবার জানুয়ারীতে বিপিএল আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা।

ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে পেছানো হয়েছিল বিপিএল। কিন্তু নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি। যদি ডিসেম্বর থেকে নির্বাচনের সময় পিছিয়ে জানুয়ারীতে নেওয়া হয় তবে তাহলে বিপিএলের এবারের মৌসুমটি আর হওয়া নিয়েও রয়েছে শঙ্কা।

তবে নানা শঙ্কার মধ্যেও আসরটি আয়োজন নিয়ে আশাবাদী বিসিবি। এই বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান ও বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘আমাদের সবার ধারণা যদি ডিসেম্বরে কোনো এক সময়ে নির্বাচন হয় তাহলে জানুয়ারিতে বিপিএল শুরু করতে পারব। এখনো পর্যন্ত সেটাই জানি যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। সেটি হলে ৪ অথবা ৫ জানুয়ারি বিপিএল শুরু হবে।’

যদি নির্বাচন সত্যিই জানুয়ারীতে গড়ায় তাহলে বেশ ঝামেলাতেই পড়বেন টুর্নামেন্টটির আয়োজকরা। কারণ বিশ্বকাপের আগ পর্যন্ত বেশ টাইট শিডিউল ক্রিকেটারদের সামনে। যদিও আপাতত এতকিছু নিয়ে ভাবছে না বিসিবি। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তারা আগাচ্ছে বলে জানিয়েছেন জালাল ইউনুস।

তিনি বলেন,‘ইতিমধ্যে আমরা সবাইকে একটা সময় জানিয়ে দিয়েছি। ফ্র্যাঞ্চাইজিরা সেই সময়কে সামনে রেখেই খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছে। চুক্তি করেছে। কিন্তু জাতীয় স্বার্থও আমাদের মানতে হবে। যদি নির্বাচন জানুয়ারিতে হয়, তখন কী করব এটা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আগের সূচি ধরে এগোচ্ছি আমরা।’

(ঢাকাটাইমস/৯ অক্টোবর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :