দুর্লভ সাদা বাঘের থাবায় চিড়িয়াখানা কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৮, ১৪:৩৮

জাপানের এক চিড়িয়াখানার কর্মীকে আঁচড়ে হত্যা করেছে দুর্লভ প্রজাতির একটি শ্বেতকায় বাঘ। চিড়িয়াখানা কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে বিবিসি।

বাঘের খাঁচা থেকে ৪০ বছর বয়সী ঐ কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই সময় তার গলা থেকে রক্ত ঝরছিল। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

খবরে বলা হয়, চিড়িয়াখানাটিতে থাকা চারটি শ্বেতকায় বাঘ রয়েছে। তারমধ্যে একটি বাঘ ঐ কর্মীকে হত্যা করেছে।

উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে আসার আগেই চিড়িয়াখানার কর্মীরা বাঘটিকে অচেতন করার ওষুধ প্রয়োগ করে।

কাগোশিমা শহরের দক্ষিণাঞ্চলে হিরাকাওয়া জুলজিক্যাল পার্কে সোমবার রাতে এই ঘটনা ঘটে।

জাপানের কিয়োডো সংবাদ সংস্থা জানায়, শ্বেতকায় বাঘগুলোকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিভাবে দেখভাল করে তা নিয়ে তদন্ত নেমেছে পুলিশ।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :