ভারতে ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৭:০৭ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৮, ১৫:১৪

ভারতের ছত্রিশগড়ে একটি ইস্পাত কারখানার গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন।

আনন্দবাজার জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রদেশটির রাজধানী রায়পুর থেকে ৩০ কিলোমিটার দূরে ভিলাই ইস্পাত কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দিন সেই প্ল্যান্টের কোক ওভেনের সেকশনের কাছে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় কারখানায় প্রচুর কর্মী উপস্থিত ছিলেন। বিস্ফোরণে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুনেই পুড়ে মৃত্যু হয়েছে তাদেরই ৯ জনের। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ইস্পাত কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কী কারণে বিস্ফোরণ হল তা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। আহতদের চিকিৎসার যাতে কোনও ত্রুটি না হয়, তাও দেখথেন তারা। এর আগে ২০১৪ সালে জুনে একই ভাবে বিস্ফোরণ হয়েছিল ভিলাইয়ের স্টিল প্ল্যান্টে। তখন ৬ জন মারা গিয়েছিল।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :