মায়ের বকুনি, অভিমানী কিশোরীর ‘আত্মহত্যা’

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৮, ১৮:১২
প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুরে নির্বাচনী পরীক্ষা ভালো না হওয়ায় মায়ের বকুনি খেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে দশম শ্রেণির এক ছাত্রী। তার নাম উম্মে ফারজানা আশা।

মঙ্গলবার সকালে গয়েশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়।

নিহতের পারিবার ও পুলিশ জানায়, নিহত ফারজানা গয়েশপুর গ্রামের আয়ুব আলীর মেয়ে ও শ্রীপুর সরকারি এমসি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনির ছাত্রী। গতকাল সোমবার অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষা অংশ নেয় ফারজানা। পরীক্ষা শেষে বাড়ি ফিরে পরীক্ষা ভালো হয়নি বলে তার মাকে জানায়। এজন্য তাকে গালমন্দ করেন মা। এতে মায়ের ওপর অভিমান করে রাতেই ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে মঙ্গলবার ভোর সকালে মেয়ে আশাকে ঘুম থেকে উঠতে দেরি দেখে তার মা তাকে দরজায় গিয়ে ডাকতে থাকেন। কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ফারজানাকে সিলিং ফ্যানের সাথে মৃত অবস্থায় ঝুলতে দেখেন।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, মেয়েটির সুইসাইড নোট থেকে প্রাথমিকভাবে জানা গেছে পরীক্ষা ভালো না হওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে। তদন্ত চলছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ঢাকাটাইমস/০৯অক্টোবর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :