ইতালিতে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেটসেবা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৮, ২০:২৬

ইতালির মিলান কনস্যুলেটের ধারাবাহিক কনস্যুলারসেবা ক্যাম্পের ন্যায় ইতালির তরিনো শহরে স্থানীয় প্রবাসীদের সহযোগিতায় গত শনি এবং রবিবার দুই দিনব্যাপী কনস্যুলারসেবা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এই সেবা ক্যাম্পে প্রায় দুই শতাধিক প্রবাসী সেবা গ্রহণ করেন।

প্রবাসীরা কর্মব্যস্ততার কারণে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো মিলান কন্সুলেট থেকে সম্পন্ন করতে দিন অতিবাহিত হওয়ার কারণে অনেকেই কনস্যুলেট থেকে সেবা নিতে পারেন না। তাই মিলান কনস্যুলেটের অধীনে ৮টি শহরে প্রতি বছর এই সেবা ক্যাম্প পরিচালিত হচ্ছে। ফলে প্রত্যেক শহরের প্রবাসীরা খুব সহজেই কনস্যুলেটসেবা গ্রহণ করতে পারছেন।

তরিনো আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টুসহ তরিনো প্রবাসী আব্দুর রশিদ পেদা, জসিম সর্দার, মজিবুর রহমান, আনোয়ার ডালি, বিপ্লব শিকদার ও দেওয়ান রাব্বির সার্বিক সহযোগিতায় এই সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন।

আরো ছিলেন মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল আহমেদ, কনসাল শামসুল আহসান, ভাইস কনসাল রফিকুল ইসলাম।

কনস্যুলার সেবা শেষে আয়োজকদের পক্ষ থেকে কনসাল জেনারেল ইকবাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসীরা।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :