গৃহবধূকে এসিড নিক্ষেপে স্বামীর যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৮, ২০:২৭

নওগাঁয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেয়ার মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ ও এসিড দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম শহিদুল ইসলাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ২০ মে রাতে নজিপুরে শ্বশুর বাড়িতে ঘুমন্ত স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপ করে শহিদুল। এতে শামীমার মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় শামীমার বাবা মোকসেদুল পর দিন পত্নীতলা থানায় মামলা করেন।

শহিদুল পূর্বপরিকল্পিতভাবে শামীমার শরীরে এসিড নিক্ষেপ করে বলে অভিযোগ করেন তার স্বজনরা।

মামলায় আদালতে সাক্ষীদের জবানবন্দি ও উভয় পক্ষের শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :