বিভিন্ন ব্যাংকে ১২২৯ জনের চাকরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ২২:০৮ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৮, ২১:১৭

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান জনবল নেবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ঊর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ) পদে মোট এক হাজার ২২৯ জনকে নিয়োগে দেয়া হবে।

ব্যাংকের নাম ও পদসংখ্যা: সোনালী ব্যাংক লিমিটেড ২৬০, জনতা ব্যাংক লিমিটেড ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংক ৩৯৭, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ১২, কর্মসংস্থান ব্যাংক ১০৭, প্রবাসী কল্যাণ ব্যাংক ৩৬, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ৫ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ১২টি।

বেতন: ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা এবং অন্যান্য সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক/(সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়স: ০১/১০/২০১৮ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.erecruitment.bb.org.bd) প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১/১০/২০১৮

(ঢাকাটাইমস/৯অক্টোবর/আরএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

চাকরির খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা