যৌন হেনস্তায় অভিযুক্ত এবার অভিজিৎ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৮, ০৮:৫৭

বলিউডের প্রভাবশালী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগ আনার পর এবার একই অভিযোগে অভিযুক্ত হলেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন যামিনী খান্না নামে সাবেক এক বিমানসেবিকা।

তার অভিযোগ, ১৯৯৮ সালে হোটেলের মধ্যে তাকে যৌন হেনস্তা করেছিলেন গায়ক অভিজিৎ। তাকে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। জোর করে চুমু খাওয়ারও চেষ্টা করেছিলেন গায়ক। এমনকী, কানের মধ্যে মৃদু কামড়ও নাকি দিয়েছিলেন।

যামিনী আরও জানান, তিনি অভিজিতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে ‘বিচ’ বলে প্রকাশ্যে গালিগালাজ করেছিলেন। তার দাবি, হোটেল কর্তৃপক্ষ তাকে চিনতেন। তাই ওই ঘটনার পর তারা এক মাস গায়ক অভিজিৎকে হোটেলে ঢুকতে দেননি।

এমন অভিযোগের কথা ইতিমধ্যেই কানে পৌঁছেছে গায়ক অভিজিতের। যথারীতি তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বেমালুম অস্বীকার করেছেন। বিষয়টিকে হালকাভাবে নিয়ে তিনি বলেন, ‘ধুস’ ওই সময় তো আমার জন্মই হয়নি। তাছাড়া আমি কোনো হোটেলেও যাইনি।’

অভিজিতের সাফাই, ‘মোটাসোটা কুৎসিত দেখতে মহিলারা এমন অভিযোগ করেই থাকেন।’ বলিউডের এই গায়কের কথায়, ‘কেউ যদি নিজের রুটিরুজি রোজগারে আমার নাম ভাঙাতে চায়, তাতো ভালোই।’ এবার বিমানসেবিকা যামিনীর এই অভিযোগের জল কতদূর গড়ায় সেটা সময়ই বলবে।

কয়েকদিন আগে ‘আশিক বানায়া আপনে’ খ্যাত সাবেক অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ২০০৮ সালে ‘হর্ণ ওকে প্লিজেস’ ছবির সেটে অভিনেতা নানা পাটেকর তাকে যৌন হেনস্তা করেছিলেন। সেই অভিযোগ নিয়ে এখনও সরগরম বলিউড। শুধু নানা নয়, তনুশ্রী অভিযোগ করেন আরও দুই পরিচালকের বিরুদ্ধেও।

ঢাকাটাইমস/১০ অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :