বোয়ালমারীতে কৃষকের ফাঁদে বাঘের শাবক

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৩:১৪ | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৮, ১২:৫৩

ফরিদপুরের বোয়ালমারীতে একটি মেছো বাঘ আটক করেছেন এক কৃষক। বুধবার ভোরে বোয়ালমারীর পৌরসভার কুশডাঙ্গা এলাকা থেকে বাঘের শাবকটি আটক করা হয়।

কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘গত দুই দিন আমার বাড়ির কয়েকটি মুরগি খেয়ে ফেলে। পরে লোহার খাচা দিয়ে ফাঁদ পাতলে বুধবার ভোরে বাঘটি ধরা পড়ে।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘মেছো বাঘের শাবক আটকের খবর পেয়ে আমি দ্রুত সেখানে (কুশডাঙ্গা) গিয়ে বাঘটিকে উদ্ধার করি। বাঘের আকৃতির শাবকটি বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বোয়ালমারী প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাহিদুল আলম জানান, ইউএনও’র কাছ থেকে খবর পেয়ে আমি লোক পাঠিয়েছি। আমরা শাবকটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি।

ফরিদপুরের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মহিউদ্দীন বলেন, আটক শাবকটিকে সুস্থ করে ঢাকা চিড়িয়াখানায় কিংবা নির্জন এলাকায় অবমুক্ত করা হবে।

ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :