ডিজিটাল আইন সংশোধনের দাবি রাবি সাংবাদিকতা বিভাগের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৮, ১৩:০৩

ডিজিটাল নিরাপত্তা আইনে বিচারের আগেই বিচার ও শাস্তির বন্দবস্ত হয়ে যাচ্ছে বলে মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আল মামুন। তিনি বলেন, ‘বাংলাদেশে ডিজিটাল যোগাযোগের চর্চা শুরু হয়েছে যাকে আমরা সাধুবাদ জানাই। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কিছু ধারা সেই চর্চার অন্তরায় হয়ে উঠবে বলে আমরা মনে করি।’

বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরও বলেন, এই আইনের মাধ্যমে আপনাকে জামিন অযোগ্য ধারায় বিচারের আগেই বিচারের বন্দবস্ত হয়ে যাচ্ছে। শাস্তির বন্দবস্ত হয়ে যাচ্ছে। মাসের পর মাস বছরের পর বছর। বিভিন্ন গোষ্ঠী এই আইনের অপব্যবহার করতে পারে। অপব্যবহার করার পর্যাপ্ত সুযোগ আছে।’

ডিজিটাল নিরাপত্তা আইনে মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার সাথে সাংঘর্ষিক ধারা সমূহ বাতিলের দাবিতে সাংবাদিকতা বিভাগের ব্যানারে বুধবার বেলা সাড়ে ১১ টায় বিভাগের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

‘বর্তমানে এই আইনের অপব্যবহার হচ্ছে, ভবিষ্যতে আরও অপব্যবহার হতে পারে। সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে এটা একটা বড় রকমের বাধা বলে আমরা মনে করি। এই আইনের কিছু ধারা অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন বলে মত দেন তিনি। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিকতা চর্চা করা হয় তাদেরও এই আইনের ওইসব ধারা নিয়ে আলোচনা করা, প্রতিবাদ করার দাবি জানান তিনি।

বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, মশিহুর রহমান, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা, মাহাবুর রহমান অনিন্দ্য, প্রভাষক আব্দুল্লাহ বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :