রায়ের প্রতিবাদে রাজধানীতে ঝটিকা মিছিল

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ১৬:০৬ | আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১৬:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের সাজা হওয়ার প্রতিবাদে রাজধানীতে ঝটিকা মিছিল হয়েছে। বিএনপিপন্থি আইনজীবী এবং ছাত্রদলের বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ শাখার নেতাকর্মীরা মিছিল করেছেন।

বুধবার দুপুরে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন। এতে তারেক রহমানসহ ১৯ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১৯ জন আসমির ফাঁসির রায় দেয়া হয়।  বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

সাজা দেয়ার প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো সাতদিনের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে। আর রায় ঘোষণার পরই রাজধানীর জজকোর্ট এলাকায় বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

ঢাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া, ওমর ফারুক ফারুকী, নিপুণ রায় চৌধুরীসহ বিএনপিপন্থি আইনজীবীরা মিছিলে অংশ নেন।  

এদিকে রায় ঘোষণার পর মিরপুরে ঝটিকা মিছিল করেছে বাংলা কলেজ ছাত্রদল।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হাসান টিটুর নেতৃত্বে সহ সভাপতি আল আমিন, জুয়েল রানা, আজম, যুগ্ম সাধারণ সম্পাদক  ফয়সাল রেজা, যুগ্ম সম্পাদক মোকলেছুর রহমান প্রমুখ মিছিলে অংশ নেন।

অন্যদিকে রায় ঘোষণার পর মহাখালীতে মিছিল করেছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/বিইউ/এআর)