কুবি প্রেসক্লাব সভাপতি জুবায়ের, কিশোর সম্পাদক

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৮, ১৮:০৭

‘সর্বদা সত্যের সন্ধানে’- স্লোগান নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি (২০১৮) গঠিত হয়েছে। আগামী এক বছর এই কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নয় সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শতাব্দী জুবায়ের এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকাটাইমস ও দৈনিক রূপসী বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহফুজ কিশোর।

নয় সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি নাহিদ ইকবাল (দ্য বাংলাদেশ পোস্ট), সহ-সম্পাদক এমদাদুল এইচ সরকার (দ্য ডেইলি অবজারভার), কোষাধ্যক্ষ জাহেদ নহিম (দ্য নিউজ ন্যাশন), দপ্তর সম্পাদক সিয়াম চৌধুরী (দৈনিক খবরপত্র), তথ্য ও পাঠাগার সম্পাদক আবুল বাশার সাজ্জাদ (বাংলা রিপোর্ট) এবং কার্যকরী সদস্য সোহাগ মণি (বাংলা পত্রিকা) ও এমদাদুল হক মিরন (আওয়ারনিউজবিডি)।

যুগ্মভাবে এই কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম. এন. রবিউল আউয়াল চৌধুরী ও প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, পরিসংখ্যান বিভাগের প্রধান ড. দুলাল চন্দ্র নন্দী, সহকারী প্রক্টর কামরুন নাহার ও নূর মোহাম্মদ রাজু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. বেলাল হুসাইন, কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান ও সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাখা ছাত্রলীগ, কর্মকর্তা পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, প্রতিবর্তন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অনুস্বার কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত এই কমিটিকে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

এই বিভাগের সব খবর

শিরোনাম :