গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ড পাওয়া দুজনের বাড়ি ঝিনাইদহে

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৮, ১৯:১৭

একুশে আগস্ট আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া ১৯ জনের মধ্যে দুজনের বাড়ি ঝিনাইদহে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘটনার প্রায় ১৪ বছর পর বুধবার রায় ঘোষণা হয়েছে আলোচিত এই মামলার।

রায়ে মৃত্যুদণ্ড পাওয়া ঝিনাইদহের দুজন হলেন শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জের আবুল কালাম আজাদ বুলবুল ও ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার বেলাত আলীর ছেলে উজ্জল ওরফে রতন।

আবুল কালাম আজাদ বুলবুলের বাড়ি শৈলকুপা উপজেলার বকসিপুর গ্রামে। একসময় মেয়ে সেজে যাত্রাদলে নর্তকির কাজ করতেন তিনি। স্থানীয় গাড়াগঞ্জ এলাকায় বিয়ের পর দর্জির দোকান দেন। সেখান থেকে মুফতি হান্নানের সঙ্গে তার পরিচয় হয়। বুলবুলের দোকানে মুফতি হান্নানের নিয়মিত আসা যাওয়া ছিল। ২০০৭ সালে নিজ দোকান থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

উজ্জল ওরফে রতন ঝিনাইদহ শহরে বাই সাইকেল মেকারের কাজ করতেন। এলাকার কিংকন ও আরিফ বিল্লাহর সাথে তার পরিচয় হয়। তাদের মাধ্যমে মুফতি হান্নানের সাথে যোগাযোগ হয়।

২০০৭ সালে মাগুরার শ্রীপুর থেকে র‌্যাব তাকে আটক করে। এরপর তার পরিবার জানতে পারে রতন গ্রেনেড হামলা মামলার আসামি।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :