সিলিন্ডার বিস্ফোরণে ভবনে ধস, চার বাংলাদেশি নিহত

বাহরাইন প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৯:৩১ | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৮, ১৯:২৫

বাহরাইনের রাজধানী মানামায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে একটি তিন তলা ভবন ধসে যায়। এসময় চার বাংলাদেশি মারা যান। এ দুর্ঘটনায় আরো ২০ বাংলাদেশি আহত হন।

বাহরাইনের স্থানীয় সময় মঙ্গলবার রাত সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন তলা ওই ভবনটি ধসে পড়ে এবং আগুন ধরে যায়। ওই ভবনে ৫০ থেকে ৬০ জন বাংলাদেশি ভাড়া থাকতেন।

ঘটনার পরপরই দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান ও কাউন্সিলর (শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ছুটে যান। তারা কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে রাষ্ট্রদূত নিজে দূতাবাসের কর্মকর্তাসহ আহতদের দেখতে সালমানিয়া হসপিটালে গিয়ে আহতদের খোঁজ নেন। এছাড়াও দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :