ঝালকাঠিতে তিন জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৮, ২০:১২

ঝালকাঠি রাজাপুরের বিষখালি নদীতে মঙ্গলবার গভীর রাতে নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্টজাল দিয়ে ডিমওয়ালা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা বেগম পারুল বুধবার সকালে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বড়ইয়া গ্রামের কালাম আকন, রুস্তুম হাওলাদার ও পালট গ্রামের মেহেদী হাসান।

রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, গত রাতে উপজেলা প্রশাসন ও মৎস বিভাগ বিষখালি নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকাররত তিন জেলেকে আটক করে এক বছরের সাজা দেয়। অভিযানে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও কিছু ইলিশ মাছ জব্দ করে। দণ্ডপ্রাপ্তদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :