হার এড়াতে পারবে তো অস্ট্রেলিয়া?

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৮, ২০:৪২

হার এড়াতে পারবে তো অস্ট্রেলিয়া? পাকিস্তানের বোলারদের সামনে টিকে থাকতে পারবে তো অজি ব্যাটসম্যানরা। এসব প্রশ্নের উত্তর মিলবে কাল। বুধবার দুবাই টেস্টের চতুর্থ দিন শেষে জয় পেতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৩২৬ রান। তাদের হাতে রয়েছে সাত উইকেট।

আজ পাকিস্তানের দেয়া ৪৬২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে তিন উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। দিন শেষে ৫০ রান করে অপরাজিত আছেন উসমান খাজা। ৩৪ রান করে অপরাজিত আছেন ট্রাভিস হেড।

দুবাইয়ে গত রবিবার শুরু হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। প্রথম ইনিংসে ৪৮২ রান করে অলআউট হয় তারা।

দলের পক্ষে সেঞ্চুরি করেন মোহাম্মদ হাফিজ ও হারিস সোহেল। ১২৬ রান করেন হাফিজ। আর সোহেল করেন ১১০ রান। এছাড়া ইমাম-উল-হক ৭৬ ও আসাদ শফিক ৮০ রান করেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ১টি, পিটার সিডল ৩টি, নাথান লায়ন ২টি, জন হল্যান্ড ১টি ও মার্নাস লাবুসচেঞ্জ ১টি করে উইকেট শিকার করেন।

পরে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ২০২ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন উসমান খাজা। ৬২ রান করেন অ্যারোন ফিঞ্চ। পাকিস্তানের বোলারদের মধ্যে স্পিনার বিলাল আসিফ ৩৬ রান দিয়ে ছয়টি উইকেট শিকার করেন। বিলাল আসিফের এটি অভিষেক টেস্ট। অন্যদিকে, পেসার মোহাম্মদ আব্বাস ২৯ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন।

এরপর পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৮১ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন ইমাম-উল-হক। ৪১ রান করেন আসাদ শফিক। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লায়ন ২টি, জন হল্যান্ড ৩টি ও মার্নাস লাবুসচেঞ্জ ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

চতুর্থ দিন শেষে জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৩২৬ রান।

পাকিস্তান প্রথম ইনিংস: ৪৮২ (১৬৪.২ ওভার)

(ইমাম-উল-হক ৭৬, মোহাম্মদ হাফিজ ১২৬, আজহার আলী ১৮, হারিস সোহেল ১১০, মোহাম্মদ আব্বাস ১, আসাদ শফিক ৮০, বাবর আজম ৪, সরফরাজ আহমেদ ১৫, বিলাল আসিফ ১২, ওয়াহাব রিয়াজ ৭*, ইয়াসির শাহ ৩; মিচেল স্টার্ক ১/৯০, পিটার সিডল ৩/৫৮, নাথান লায়ন ২/১১৪, জন হল্যান্ড ১/১২৬, মার্নাস লাবুসচেঞ্জ ১/২৯, মিচেল মার্শ ০/৩৮)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২০২ (৮৩.৩ ওভার)

(উসমান খাজা ৮৫, অ্যারোন ফিঞ্চ ৬২, শন মার্শ ৭, মিচেল মার্শ ১২, ট্রাভিস হেড ০, মার্নাস লাবুসচেঞ্জ ০, টিম পেইনে ৭, মিচেল স্টার্ক ০, পিটার সিডল ১০, নাথান লায়ন ৬, জন হল্যান্ড ০*; মোহাম্মদ আব্বাস ৪/২৯, ওয়াহাব রিয়াজ ০/৩৯, ইয়াসির শাহ ০/৮০, মোহাম্মদ হাফিজ ০/২, বিলাল আসিফ ৬/৩৬, আজহার আলী ০/৩)।

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১৮১/৬ডি (৫৭.৫ ওভার)

(ইমাম-উল-হক ৪৮, মোহাম্মদ হাফিজ ১৭, বিলাল আসিফ ০, আজহার আলী ৪, হারিস সোহেল ৩৯, আসাদ শফিক ৪১, বাবর আজম ২৮*; মিচেল স্টার্ক ০/১৮, নাথান লায়ন ২/৫৮, পিটার সিডল ০/৩, জন হল্যান্ড ৩/৮৩, ট্রাভিস হেড ০/৬, মার্নাস লাবুসচেঞ্জ ১/৯)।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ১৩৬/৩* (৫০ ওভার)

(অ্যারোন ফিঞ্চ ৪৯, উসমান খাজা ৫০*, শন মার্শ ০, মিচেল মার্শ ০, ট্রাভিস হেড ৩৪*; মোহাম্মদ আব্বাস ৩/২৬, মোহাম্মদ হাফিজ ০/১০, ইয়াসির শাহ ০/৪২, ওয়াহাব রিয়াজ ০/১৩, বিলাল আসিফ ০/৪০, হারিস সোহেল ০/২)।

(ঢাকাটাইমস/১০ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :