জামালপুরে বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৮, ২৩:৫১

জামালপুর শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাবুল ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিপ্লবসহ ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে বুধবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর শহরে প্রতিবাদ মিছিলের প্রস্তুতির সময় দুপুরে শহরের স্টেশন রোড থেকে বিএনপি নেতা মাঈন উদ্দিন বাবুল ও আনিসুর রহমান বিপ্লবকে আটক করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম বলেন, মামলাটির বাদী হয়েছেন সদর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী। মামলায় আটক ওই দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়ে ২১ জনের নামে এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আত্মঘাতী নাশকতা ও এই কাজে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

তিনি জানান, মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার বিএনপি নেতা মাঈন উদ্দিন বাবুল ও আনিসুর রহমান বিপ্লবকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :