কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশির সাফল্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৮, ১২:৫৭

সৌদি আরবের মদিনায় অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেছেন বাংলাদেশে হাফেজ হুসাইন আহমাদ। ১২০টি দেশের প্রতিযোগিরা এই কোরআন প্রতিযোগিতায় অংশ নেন।

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ৩ অক্টোবর থেকে শুরু হয় ৪০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেয় হাফেজ হুসাইন আহমদ। ‘বাদশাহ আব্দুল আজিজ’ শিরোনামে চার বিভাগে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সিলেটের সন্তান হাফেজ হুসাইন আহমদ রাজধানীর যাত্রাবাড়ির মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। হাফেজ কারি নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত এই মাদ্রাসাটির ছাত্ররা ইতোমধ্যে সৌদি আরবে সাতবার, মিসরে তিনবার, আলজেরিয়ায় দুইবার, লিবিয়ায় একবার, ইরানে পাঁচবার, কুয়েতে দুইবার, কাতারে একবার, গাম্বিয়ায় একবার, বাহরাইনে দুইবার, দুবাইয়ে তিনবার ও জর্দানে ছয়বার বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে।

ঢাকাটাইমস/১১অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :