গোপালগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৮, ১৪:০০

বকেয়া ভাতার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার এ দাবিতে সকাল থেকে তাদের কার্যক্রম বন্ধ রেখে হাসপাতাল কমপ্লেক্সের সামনে মানববন্ধন করে।

ভাতা না পাওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্বদানকারী চিকিৎসক আনিছুর রহমান।

জানা যায়, হাসপাতালের ৪২ ইন্টার্ন চিকিৎসক গত সাড়ে ৩ মাস ধরে ভাতা পাচ্ছেন না। আর সে কারণে তারা কাজ বন্ধ করে আন্দোলনে নেমেছেন। এতে হাসপাতালে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।

এ বিষয়ে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. ফরিদ আহম্মেদ জানান, অফিসিয়াল জটিলতার কারণে এতদিন ভাতার অর্থ বরাদ্দ পাইনি। আগামী সপ্তাহের মধ্যে বকেয়া ভাতার টাকা পেয়ে যাব। তখন তাদের দিতে পারবো।

ঢাকাটাইমস/১১অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :