যুব অলিম্পিক হকিতে কানাডাকে হারিয়েছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৫:১৯ | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৮, ১৪:৩৪

যুব অলিম্পিক হকিতে কানাডাকে হারিয়েছে বাংলাদেশ হকি দল। বুধবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে হওয়া ম্যাচটিতে কানাডার বিপক্ষে ৫-২ গোল ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজরা।

যুবাদের চলতি এই টুর্নামেন্টের ফাইভ এ সাইডের এই ইভেন্টে শুরুর তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। অবশেষে কানাডার বিপক্ষে টুর্নামেন্টে জয়ে ফিরল আরশাদ হোসেনরা।

এদিন ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় অধিনায়ক রোয়ান চাইল্ডসের গোলে এগিয়ে যায় কানাডা। অবশ্য তার পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পাঁচ মিনিটের মধ্যে চারটি গোল করে সফরকারীরা। বাংলাদেশ দলের হয়ে দুই গোল করেন সাইফুল আলম। আর একটি করে গোল পান হাসান মোহাম্মদ, সোহানুর সবুজ এবং আরশাদ। শেষ মুহূর্তে গঙ্গা সিংয়ের গোলে ব্যবধান ৫-২ তে নিয়ে আসে কানাডা।

নবম স্থান নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা নিয়ে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপে পঞ্চম ও শেষ ম্যাচে কেনিয়াকে মোকাবেলা করবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ থাকবে। সেক্ষেত্রে কানাডা তাদের পরের ম্যাচে ভারতের কাছে হারতে হবে।

(ঢাকাটাইমস/১১ অক্টোবর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :