লঞ্চ চলাচল শুরু

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৮, ১৪:৫৫ | আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১৫:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘তিতলি’র কারণে বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ফের লঞ্চ চলাচল শুরু হয়েছে। দুপুর দেড়টা থেকে ঢাকার সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে গেছে।

অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন এ তথ্য জানিয়েছেন। তবে বেশকিছু উপকূল অঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বুধবার বিকাল সাড়ে তিনটা থেকে দেশের সকল নদী বন্দরে লঞ্চসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়।

দেশের বিভিন্ন নদী বন্দরের মত ঢাকার নদী বন্দরেও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

তিতলি হ্যারিকেনের তীব্রতা নিয়ে ভারতে আঘাত হানলেও সেটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এর প্রভাবে বাংলাদেশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, কাক ডাকা ভোর থেকেই আকাশ মেঘলা দেখা যায়। সাত সকালে বৃষ্টিও হয়েছে।

ঢাকা্টাইমস/১১অক্টোবর/আরকে/ওআর