আফ্রিকার কনিষ্ঠ ধনকুবের অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৮, ১৫:৫১

আফ্রিকার সবচেয়ে কনিষ্ঠ বিলিয়নিয়ারকে তানজানিয়ার প্রধান শহর দার এস সালাম থেকে মুখোশ পরিহিত বন্দুকধারীরা অপহরণ করেছে। পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে বিবিসি।

৪৩ বছর মোহাম্মদ দেউজি সোয়াঙ্কি হোটেল জিমের বাইরে থেকে অপহৃত হন। তিনি প্রতিদিন সকালে দৌড়াতে যেতেন এই এলাকায়।

পুলিশ জানায়, এই ঘটনার জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারমধ্যে দুজন অপহরণকারী বিদেশি বলে ধারণা করা হচ্ছে।

দেউজিকে অপহরণের উদ্দেশ্য সম্পর্কে এখনো জানা যায়নি।

কে এই মোহাম্মদ দেউজি

ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ১.৫ বিলিয়ন ডলার। তিনি নিজেকে তানজানিয়ার একমাত্র বিলিয়নিয়ার বলে দাবি করেন।

২০১৭ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেউজি আফ্রিকার সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার।

ফোর্বস বলছে, ২০১৬ সালে তিনি প্রতিজ্ঞা করেছিলেন তার সম্পদের অর্ধেক তিনি মানব-হিতৈষী কাজে ব্যয় করবেন।

দার এস সালাম থেকে বিবিসির প্রতিবেদক অথোমান এমতুলইয়া জানান, দেউজি স্থানীয়ভাবে মো নামেও পরিচিত। তিনি পারিবারিক পাইকারি ও খুচরা ব্যবসাকে প্যান-আফ্রিকান গ্রুপে রূপান্তর করেন।

তার কোম্পানি এমইটিএল আফ্রিকার ছয়টি দেশে টেক্সটাইল, ময়দার মিল, কোমল পানীয় এবং ভোজ্য তেলের ব্যবসা করেন।

তানজানিয়ার পরিবেশমন্ত্রী ও দেউজির বন্ধু জানুয়ারি মাকাম্বা এক টুইট বার্তায় বলেছেন, তিনি দেউজি মা-বাবার সঙ্গে কথা বলে অপহরণের বিষয়ে নিশ্চিত হয়েছেন।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :