ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট দেখে ফখরুলের জিডি

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৮, ১৭:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

নিজের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট দেখে থানায় সাধারণ ডায়েরি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন, তিনি কোনো অ্যাকাউন্ট খুলেননি। ফলে তার নামে থাকা অ্যাকাউন্টের দায়-দায়িত্ব তিনি নেবেন না।

বৃহস্পতিবার রাজধানীর পল্টন থানায় ডায়েরি করেন বিএনপি মহাসচিব। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে তিনি জানান, তিনি ফেসবুক না চালালেও তার ভুয়া আইডি খুলে অপপ্রচার চলছে।

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট নতুন কোনো ঘটনা নয়। এসব অ্যাকাউন্ট থেকে নানা অপপ্রচারের কারণে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কাও রয়েছে।

রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রখ্যাত মানুষদের নামে খোলা হয় এসব অ্যাকাউন্ট। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদের নামেও খোলা হয়েছে অ্যাকাউন্ট। আর প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তার দলের পক্ষ থেকেও এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

সাধারণ ডায়েরিতে মির্জা ফখরুল বলেন, “আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করেছে। তাদের মধ্যে ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব’ নামে জনৈক মহিউদ্দিন ভুইয়া, ঢাকা এই নামে পাওয়া গেছে। আমি নিজে কোনো ফেসবুক একাউন্ট খুলিনি। এ বিষয়ে আপনাদের অবগতির জন্য আমি সাধারণ ডায়েরি করছি।”

পল্টন থানার ডিউটি অফিসার ডিজিটি গ্রহণ করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/বিইউ/ডব্লিউবি)