আজ রাতেও অফিস করবেন মেয়র খোকন

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৮, ১৮:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

গত সপ্তাহের মতো আজ রাতে খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যালয়। রাতে (১১ টা থেকে ভোর ৫টা ) নগর ভবনে অফিস করবেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় ঢাকাটাইমসকে এ খবরটি নিশ্চিত করেছেন।

গত ৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে রাতের অফিস চালুর কার্যক্রম উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র। ওই রাতে ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত অফিস করেন তিনি। মেয়রের পাশাপাশি সংস্থার বিভিন্ন বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও অফিস করেন।

প্রথম রাতের অফিসে দায়িত্ব পালনকালে মেয়র সাংবাদিকদের জানান, নগর সেবার কাজ ভাগ করে দিনের বেলায় চাপ কমাতে রাতের অফিসের সুফল পেলে তা নিয়মিত করা হবে। এই কার্যক্রমের সফলতা পর্যালোচনা করে রাতের শিফটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

মেয়র খোকন সাংবাদিকদেরকে বলেন, ‘নাইট শিফট স্থায়ীভাবে চালু করা যায় কি না, সেটা চূড়ান্ত করতেই পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।’

আপাতত সপ্তাহে কেবল বৃহস্পতিবার রাতে এই শিফট চালু থাকবে। ইতিবাচক সাড়া পাওয়া গেলে তা দুই দিন করা হবে। এরপর হবে তিন দিন।

মেয়র বলেন, ‘যদি দেখা যায়, এতে নগর সেবার মান বেড়েছে, তাহলে চূড়ান্তভাবে নাইট শিফট চালু করবে ডিএসসিসি। তখন সপ্তাহের প্রত্যেক কর্ম দিবসেই দিনের পাশাপাশি রাতেও ডিএসসিসির অফিস সচল থাকবে।’

দক্ষিণ কোরিয়ার সিউলে নগর কর্তৃপক্ষ এই সেবা চালুর পর তা সফল হয়েছে বলেও জানান মেয়র খোকন।

ঢঅকাটাইমস/১১অক্টোবর/আরকে/ডব্লিউবি