ফরিদপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৮, ১৯:৫৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

আলোচনা সভা ও র‌্যালির মাধ্যমে ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে ‘সবার জন্য চক্ষুসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র‌্যালি বের করা হয়।

সিভিল সার্জন ডা. আবু জাহেরের নেতৃত্বের র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর হাসপাতালের গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব দৃষ্টি দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- ডা. রাহাত আনোয়ার চৌধুরী, ডা. ফারুকুজ্জামান, ডা. ঊষা রঞ্চন চক্রবর্তী, প্রফেসর এম এ সামাদ প্রমুখ।

বক্তারা বলেন, চক্ষ মানব দেহের গুরুত্বপূর্ণ অঙ্গে অন্যতম, এই কারণে আমাদের সকলের চোখের বিশেষ যত্ন নেয়া দরকার। কারণ অসচেতনতার কারণে অনেক সময় চোখে বড় ধরণের সমস্যার সৃষ্টি, অথচ একটু যত্নবান হলেই আমাদের চোখের যে কোনো সমস্যা মোকাবেলা করা সম্ভব।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/প্রতিনিধি/এলএ)