১১ বলেই শেষ টি-টোয়েন্টি ম্যাচ

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ১৯:০০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি এশিয়ান রিজিয়নের কোয়ালিফায়ারে ক’দিন আগেই মিয়ানমারের বিরুদ্ধে মাত্র ১০ বলে ম্যাচ জিতে নেয় মালয়েশিয়া৷ এবার চীনের বিপক্ষে ১১ বলেই জয় তুলে নিল নেপাল।

মিয়ানমারের বিরুদ্ধে মালয়েশিয়া জিতেছিল ডাকওয়ার্থ-লুইস নিয়মে৷ সেক্ষেত্রে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য ছোটো করে দিয়েছিলেন ম্যাচ অফিসিয়ালরা৷ প্রথম ইনিংস শেষ হওয়ার সুযোগ ছিল না প্রকৃতি বাধা হয়ে দাঁড়ানোয়৷ তবে চিনের বিরুদ্ধে নেপালের ১০ উইকেটে জয় তুলে নেওয়ার পিছনে প্রকৃতি বা ডাকওয়ার্থ-লুইস নিয়মকে কোনও ভাবেই দায়ি করা যাবে না৷ পুরো কৃতিত্বটাই দাবি করতে পারেন নেপালি ক্রিকেটাররা৷

টসে জিতে নেপাল প্রথমে ব্যাট করতে পাঠায় চীনকে৷ কোনও রকমে ১৩ ওভার ক্রিজে কাটিয়ে চিন অলআউট হয়ে যায় ২৬ রানে৷ মাত্র তিনজন ব্যাটসম্যান খাতা খোলার সুযোগ পান৷ ওপেনার হং জিয়াং করে ১১ রান৷ চেন জিনফেং ১ রান করে আউট হন৷ দেংঝি মা ৫ রান করে ক্রিজ ছাড়েন৷ দলের আটজন ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহ শূন্য৷ লামিছানে, রাজবংশী ও রেগমি তিনটি করে উইকেট ভাগ করে নেন নিজেদের মধ্যে৷

জবাবে ব্যাট করতে নেমে নেপাল ১.৫ ওভারে বিনা উইকেটে ২৯ রান তুলে ম্যাচ জিতে যায়৷ ওপেন করতে নেমে ভান্ডারি ৮ বলে ২৪ ও আইরি ৩ বলে ৪ রান করে অপরাজিত থাকেন৷ অর্থাৎ মাত্র ১১ বলেই আইসিসি অনুমোদিত টি-টোয়েন্টি ম্যাচ জেতার কৃতিত্ব অর্জন করে নেপাল৷

 (ঢাকাটাইমস/১২অক্টোবর/ডিএইচ)