উত্তরখানে গ্যাস লাইনে লিকেজ, দগ্ধ আট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ০৯:২৯ | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ০৮:৩১
ফাইল ছবি

রাজধানীর উত্তরখানের একটি বাড়িতে গ্যাসের লাইনের লিকেজ থেকে লাগা আগুনে পুড়ে আটজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

দগ্ধরা হলেন মো. ডাবলু (৩৩), আজিজুল (২৭), আনজু (২৫) আবদুল্লহ (৫) মুসলেমা (২০), পুর্নিমা (৩৫) সুপ্রিয়া (৫০) এবং সাগর (১২)।

দগ্ধদের বরাত দিয়ে ঢাকাটাইমসের মেডিকেল প্রতিনিধি বলেন, উত্তরখানের হেলাল মার্কেটের পাশে ১১০/এ নম্বর তৃতীয় তলার বাড়ির নিচতলায় পোশাক কারাখানায় কাজ করা তিনটি পরিবার এক বাসায় ভাড়া থাকতো। রাতে গ্যাসের পাইপ লিকেজ থেকে বাড়িটিতে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোর চারটার দিকে রান্না করতে গেলে আগুন ধরে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। এতে আটজন দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।

ঢামেকের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ডাবলুর শরীরের ৬৫ শতাংশ, আজিজুলের ৯৯ শতাংশ, আনজুর ৬ শতাংশ, আবদুল্লার ১২ শতাংশ, মুসলেমার ৯৮ শতাংশ, পুর্ণিমার ৮০ শতাংশ, সুপ্রিয়ার ৯৯ শতাংশ এবং সাগরের ৬৬ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার ঢাকাটাইমসকে বলেন, ঘটনাস্থলে আমাদের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেখানে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্বস্তি নেই মাছ-মাংসে, ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম 

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :