আরব-ইহুদি জুটির বিয়ে নিয়ে ইসরায়েলে তুলকালাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১১:২৩ | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ১০:২১

হিব্রুভাষী আরব সংবাদ পাঠিকা লুসি আহারিশ এবং আরবিভাষী ইহুদি জাচি হালেভির বিয়েকে কেন্দ্র করে সরব হয়েছেন ইসরায়েলের চরম ডানপন্থিরা৷ এমন আন্তঃধর্ম বিয়েতে গোটা ইসরায়েলই হুমকিতে পড়বে বলে মনে করছেন তারা৷

৩৭ বছর বয়সি আহারুশের জন্ম দক্ষিণ ইসরায়েলে৷ তার বাবা-মা মুসলিম এবং তিনিই ইসরায়েলি টেলিভিশনের ইতিহাসে প্রথম হিব্রুভাষী আরব উপস্থাপক৷ অন্যদিকে হালেভি নেটফ্লিক্সে ‘ফাউদা’ শোতে সিক্রেট এজেন্টের ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন৷

চার বছর ধরে প্রেম করলেও আরব ও ইহুদি উগ্রপন্থিদের না চটাতে এতদিন তারা সম্পর্কের কথা প্রকাশ করেননি৷ বিয়ের পর ইসরায়েলের হায়োম পত্রিকাকে এই সেলিব্রিটি জুটি হাস্যরসাত্মক ভঙ্গিমায় বলেন, ‘আমরা একটা শান্তিচুক্তি সই করলাম’৷ খবর ডয়চে ভেলের।

আহারুশ-হালেভি বিষয়টিকে যতটা হালকাভাবেই নেন না কেন, ইহুদিরা ঠিকই এ নিয়ে সরব হয়েছেন৷

ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডানপন্থি পার্লামেন্টারিয়ান আরিয়ে দেরি মনে করেন, এমন বিয়ের ফলে ইহুদিদের অস্তিত্বও হুমকির মুখে পড়ছে৷ শাস পার্টির প্রতিষ্ঠাতা দেরি বলেন, ‘এর ফলে বিশ্বজুড়ে ইহুদিদের যেভাবে অন্যরা গ্রাস করছে, তা খুবই পীড়াদায়ক’৷

ইসরায়েলের আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা তাদের ব্যক্তিগত ব্যাপার৷ কিন্তু একজন ইহুদি হিসেবে আমি বলতে পারি, আমি এমন কাজের বিরুদ্ধে৷ আমাদের উচিত ইহুদিদের সুরক্ষার ব্যবস্থা করা৷ (তাদের) বাচ্চারা বড় হবে, স্কুলে যাবে, পরে বিয়েও করতে চাইবে এবং তখন তাদের বিশাল সমস্যায় পড়তে হবে৷’

এসময় তিনি ধর্মান্তরের প্রক্রিয়া নিয়েও কথা বলেন৷ তিনি বলেন, ‘সে (আহারিশ) চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে’৷

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির এমপি ওরেন হাজেন ‘আন্তঃধর্ম বিয়ে ইহুদিদের বিশুদ্ধতা নষ্ট করছে’ মন্তব্য করে এক টুইট করেছেন৷

হিব্রু ভাষায় লেখা টুইটে তিনি বলেন, ‘আমি লুসি আহারিশকে দোষ দিচ্ছি না৷ কিন্তু তিনি এক ইহুদি আত্মাকে বিপথে নিয়ে দেশের ক্ষতি করছেন এবং আরেকটি ইহুদি প্রজন্মকে ধ্বংস করে দিলেন’৷ এ থেকে বিরত থেকে আহারিশকে ইহুদি ধর্মে আসার আহ্বানও জানান তিনি৷

তার এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টির পর তিনি সেটার পক্ষে আবার কথা বলেছেন হারেত্জ পত্রিকার সঙ্গে৷ হাজেন বলেন, ‘আপনাদের প্রতিক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী অনেক আগেই বলেছেন- বামপন্থিরা ইহুদি মানে কি, তা-ই ভুলে গেছে’৷

ইহুদি ধর্মমতে, মা ইহুদি হলেই কেবল সন্তানরা ইহুদি হিসেবে স্বীকৃতি পায়৷ আল্ট্রা-অর্থ্রোডক্স নিয়ম মেনে যাঁরা ধর্মান্তরিত হন, তাঁদেরই কেবল ইহুদি হিসেবে মেনে নেয়া হয়৷

উগ্রপন্থিদের মন্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আরব-ইহুদি বিয়েকে স্বাগতও জানিয়েছেন বেশ কিছু রাজনীতিবিদ ও সাংবাদিক৷ লেবার পার্টির এমপি শেলি ইয়াচিমোভিচ ‘এই অসাধারণ জুটির’ সুখ ও সাফল্য কামনা করে টুইট করেছেন৷

জায়োনিস্ট ইউনিয়নের পার্লামেন্টারিয়ান ইওয়েল হাসোন মনে করেন, ডানপন্থি এমপিদের প্রতিক্রিয়া নেতানিয়াহুর লিকুদ পার্টির ‘অন্ধকার, বর্ণবাদী ও লজ্জাজনক চেহারা’ সামনে নিয়ে এসেছে৷

ইসরায়েলে নাগরিকদের ২০ শতাংশ আরব মুসলিম৷ তবে প্রায়শই তারা বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ করে থাকেন৷ ২০১৫ সালে দেশটির বিয়ের সবশেষ জাতীয় পরিসংখ্যান অনুযায়ী, ৫৮ হাজার বিয়ের মধ্যে কেবল ২৩টি বিয়ে হয়েছে আরব ও ইহুদি জুটির মধ্যে৷

ঢাকাটাইমস/১৩অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :